উত্তুরে হাওয়ার দাপটে কলকাতায় শীতের আমেজ। —ফাইল ছবি
কলকাতায় তাপমাত্রার ওঠা-নামা লেগেই আছে। উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ শহর জুড়ে। সোমবারও তাপমাত্রার খুব একটা হেরফের হল না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক। তবে রবিবারের চেয়ে তা সামান্য বেড়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও দিনের বেলায় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনভর আকাশ থাকবে পরিষ্কার। রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন শহরে এমন শীতের আমেজ বজায় থাকবে। উত্তুরে হাওয়ার কারণে পারদের ওঠা-নামাও চলবে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা আপাতত নেই।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও গত কয়েক দিনে বেশ ঠান্ডা পড়েছে। পানাগড়, আসানসোলের মতো এলাকায় ১০ থেকে ১২ ডিগ্রি পর্যন্ত নেমেছে পারদ। দার্জিলিংয়ে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দার্জিলিং ৭.৫, পানাগড় ৯.৮ এবং কালিম্পং ১১.৫।