আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। ফাইল চিত্র।
শীতের পরশ গায়ে মেখেছে কলকাতা-সহ গোটা রাজ্য। ওঠানামা করছে তাপমাত্রার পারদ। ভোর ও রাতের দিকে ঠান্ডার শিরশিরানি ভাব ভালই মালুম হচ্ছে। যদিও বেলা গড়ালে রোদের তাপে ফিকে হচ্ছে ঠান্ডার আমেজ। চলতি বছরে নভেম্বরেই কলকাতায় রেকর্ড হারে পারদ পতন হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ডিসেম্বরের শুরুতে আরও নামতে পারে পারদ।
তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত কাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত আগামী কয়েক দিন শহরে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পারদের এমন ওঠানামাই বহাল থাকবে। কলকাতার পাশাপাশি জেলাতেও হিমেল আমেজ টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে।
অন্য দিকে, আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্তটি। ওই ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। এর জেরে আগামী দিনে আবহাওয়ায় কোনও প্রভাব পড়ে কি না, তা খতিয়ে দেখছেন আবহবিদরা।