উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। নিজস্ব চিত্র।
রবিবার দিনভর ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য। সকাল থেকেই মুখভার ছিল আকাশের। মাঝে চিলতে রোদ উঁকিঝুঁকি দিলেও পরে কালো মেঘে আঁধার নামে শহর এবং জেলায়। মাঝারি বৃষ্টিও হয়। তবে এই বৃষ্টি সকাল পেরিয়ে সন্ধে পর্যন্ত দফায় দফায় চলতে পারে রবিবাসরীয় ছুটির বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার এবং উত্তর ওড়িশার উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও রবিবার ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে রাজ্য। এ ছাড়া বাকি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। সেই সঙ্গে উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
রাজ্যের বাকি জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।