পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আবার চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নাম ইংরেজিতে ‘বেঙ্গল’ আর বাংলায় ‘বাংলা’ রাখার সিদ্ধান্ত গত বছর বিধানসভায় অনুমোদিত হয়। তার পরে চিঠি লিখে বিষয়টি জানানো সত্ত্বেও কেন্দ্র এখনও কোনও জবাব না-দেওয়ায় রাজ্য সরকার রীতিমতো ক্ষুব্ধ। কেন্দ্রের এই ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধানসভাতেও ক্ষোভ প্রকাশ করেন। তখনই তিনি জানান, কেন্দ্রকে আবার চিঠি দেওয়া হবে। নবান্নের এক কর্তা জানান, নাম পরিবর্তনের কাজটা দ্রুত সেরে ফেলতে চাইছে রাজ্য। কিন্তু প্রায় সাত মাস হতে চলল, উচ্চবাচ্য করছে না কেন্দ্র।