প্রতীকী ছবি
আমজনতাকে সুরক্ষা দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাঁদের। সেই জন্য তাঁদের নানাবিধ সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। কিন্তু করোনাভাইরাসের মতো প্রাণঘাতী রোগ থেকে নিজেদের রক্ষা করার জন্য নিচু তলার পুলিশকর্মীদের নিজেদের গাঁটের কড়ি খরচ করেই মাস্ক, স্যানিটাইজ়ার কিনে নিতে বলেছেন রাজ্য পুলিশের কর্তারা।
বাহিনীর সদস্যদের সুরক্ষিত রাখার জন্য মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার-সহ একগুচ্ছ পরামর্শ শুক্রবার ভবানী ভবনের তরফে রাজ্য পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে। উপযোগী পরিকাঠামো বাহিনীর নিচু তলার কর্মীরা পাবেন না কেন, উঠছে সেই প্রশ্ন। সদুত্তর মিলছে না। তবে রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা জানান, করোনার প্রাথমিক উপসর্গ কী কী হতে পারে, তাঁদের পরামর্শপত্রে তা-ও জানানো হয়েছে। মেসে বা ক্যাম্পে কারও জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট হলে সংশ্লিষ্ট ইউনিটের প্রধানকে জানাতে হবে। হাত ধুতে হবে বার বার। হেল্পলাইন, ফোন নম্বরও দেওয়া হয়েছে। অনেকে বলছেন, পুলিশের ব্যারাকগুলির যা অবস্থা এবং নিচু তলার কর্মীরা যে-পরিস্থিতিতে ডিউটি করেন, তাতে ওই পরামর্শ কতটা মানা সম্ভব, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।