পঞ্চায়েত ভোটের দিন বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালালে লাঠি দিয়ে মেরুদণ্ড ভেঙে দিতে বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বারাসত ও দেগঙ্গায় সুষ্ঠু নির্বাচনের জন্য বৃহস্পতিবার প্রশাসনের কাছে দাবিপত্র দেন বাম কর্মী-সমর্থকেরা। তাঁদের হাতে বাঁশের লাঠিতে জড়ানো ছিল দলীয় পতকা। পরে জনসভায় সূর্যবাবু বলেন, ‘‘নির্বাচনের দিন ভোটকেন্দ্রে কাঁধে কাঁধ মিলিয়ে পাহারায় থাকতে হবে।’’ যদি কেউ বাধা দেয়, তা হলে কী করতে হবে, সেই প্রসঙ্গে সাপের তুলনা টেনে সূর্যবাবু বলেন, ‘‘আলপথ দিয়ে ফিরতে গেলে যে প্রাণীর সামনে পড়তে হয়, তার লেজ না ধরে লাঠি দিয়ে সজোরে মেরে পিঠের মেরুদণ্ড ভেঙে দিন। যেন ভয়ে গর্তে ঢুকে যায়!’’
বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এ দিন ফের হুমকি দিয়েছেন, ‘‘ভোটের দিন পাড়ায় বাইরের লোক দেখলে সে যাতে হাসপাতাল হয়ে বাড়ি ফেরে, তার ব্যবস্থা করুন। লাঠি দেখালে লাঠি দিয়ে পেটান।’’
বিরোধী দলের রাজ্য সম্পাদকের এমন মন্তব্য শুনে শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য কটাক্ষ করেছেন, ‘‘উনি মাঝেমাঝেই এই সব বলেন। কিন্তু ডান্ডা ধরার লোক ওঁদের কোথায়?’’ আর দিলীপবাবুর হুমকি প্রসঙ্গে পার্থবাবুর মন্তব্য, ‘‘উনি ধারাবাহিক ভাবে উস্কানিমূলক কথা বলে হিংসায় প্ররোচনা দিচ্ছেন। মানুষ ভোটে এর জবাব দেবে।’’ এই ধরনের মন্তব্য করার জন্যই সম্প্রতি দিলীপবাবুর বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল।