State News

হাফপ্যান্টে মেয়েরা! বিক্ষোভে টেবিল টেনিস ক্লাস বন্ধ করে দিল নীতি-পুলিশরা

হাওড়ার বাজে শিবপুর রোডের একটি ক্লাবে আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে টেবিল টেনিস প্রশিক্ষণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ০৩:২২
Share:

বন্ধ: টেবিল টেনিসের ফাঁকা বোর্ড। ছবি: দীপঙ্কর মজুমদার

মেট্রোয় আলিঙ্গনের জেরে গণপ্রহারের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের অভিযোগ উঠল নীতি-পুলিশগিরির। এ বার বিতর্কের কেন্দ্রে বালিকাদের টেবিল টেনিস প্রশিক্ষণের পোশাক।

Advertisement

হাওড়ার বাজে শিবপুর রোডের একটি ক্লাবে আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে টেবিল টেনিস প্রশিক্ষণ। ক্লাবটির বর্ষীয়ান সদস্য দীপক মুখোপাধ্যায় বলেন, ‘‘বুধবার বিকেলে টেবিল টেনিসের প্রশিক্ষণ চলার সময়ে দশ-পনেরো জন মহিলা জোর করে ক্লাবে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা বলেন, ক্লাবের মধ্যে মেয়েরা অশ্লীল ভাবে হাফপ্যান্ট ও টি-শার্ট পরে প্রশিক্ষণ নিচ্ছে। এটা চলবে না।’’

দীপকবাবুর দাবি, এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন ওই প্রশিক্ষণ কেন্দ্রে সন্তানদের সঙ্গে আসা অভিভাবকেরা। প্রশিক্ষকেরা অনুশীলন থামাতে বাধ্য হন। ক্লাবের অন্য কয়েক জন সদস্যের অভিযোগ, বিক্ষোভকারী মহিলারা টেবিল টেনিস বোর্ড ঘিরে রাখা কাপড়ের ফেন্সিং খুলে দেন। বালক-বালিকাদের সামনেই অশ্লীল মন্তব্য করতে থাকেন তাঁরা। শেষ পর্যন্ত বাধ্য হয়েই অভিভাবকেরা ছেলেমেয়েদের নিয়ে ফিরে যান।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবে গিয়ে দেখা যায়, তিনটি টেবিল টেনিস বোর্ডের একটি তুলে দিয়ে সেখানে ক্যারম বোর্ড বসানো হয়েছে।
প্রশিক্ষণ বন্ধ। টেবিল টেনিস প্রশিক্ষক দেবাশিস অধিকারী বলেন, ‘‘যে মহিলারা গোলমাল করেছেন, তাঁরা কে আমি জানি না। মেয়েরা
হাফপ্যান্ট পরে প্রশিক্ষণ নিতে পারবে না, এমন কোনও নির্দেশ ক্লাব কতৃর্পক্ষ আমাদের দেননি। এখানে ৮ থেকে ১২ বছরের বালক-বালিকারা প্রশিক্ষণ নেয়। তাদের সামনেই যা ঘটেছে, তা নিন্দনীয়।’’

আরও পড়ুন: মেট্রো নিগ্রহে প্রত্যক্ষদর্শীদের ডাকেনি পুলিশ

ক্লাবের সম্পাদক দেবাশিস নন্দ অবশ্য জানাচ্ছেন, প্রশিক্ষণ বন্ধ করতে বলেনি কেউ। তাঁর বক্তব্য, ‘‘যাঁরা ওই দিন এসেছিলেন, তাঁরা সকলেই ক্লাবের সদস্য। ঘটনার সময়ে যে যা বলেছেন, নিজস্ব ক্ষোভ থেকে বলেছেন। আসলে ক্লাবে আগের দিন একটা গোলমাল হয়েছিল। তার প্রেক্ষিতেই ওই বিক্ষোভ বলে মনে হচ্ছে। শীঘ্রই মিটিং ডাকব।’’

ষাটোর্ধ্ব দীপকবাবু বলছেন, ‘‘ক্লাবে সারা বছর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটা অনেক সদস্য মেনে নিতে পারছেন না। তাই এ সব করছেন। না হলে মেয়েরা হাফপ্যান্ট পরে খেলতে পারবে না, এটা এখনকার দিনে কেউ বলতে পারে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement