viral video of snake bath

ফণা তোলা সাপকে অবলীলায় স্নান করাচ্ছেন মহিলা! দেখে চমকাল সমাজমাধ্যম

ভয়ঙ্কর সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক মহিলা বাড়ির পোষ্যদের স্নান করানোর মতো জলে চুবিয়ে দিচ্ছেন একের পর এক সাপকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৮:৪৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সাপ পোষা বা সাপের সঙ্গে খেলা করার মতো দৃশ্য হামেশাই চোখ পড়ে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে পরিচিতি পাওয়ার জন্য নানা বিপজ্জনক খেলায় মেতে ওঠেন সমাজমাধ্যম প্রভাবীরাও। সম্প্রতি সেই রকম একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পাতায় ছড়িয়ে পড়েছে যা দেখে শিউরে উঠেছেন অনেকেই। ভয়ঙ্কর সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক মহিলা বাড়ির পোষ্যদের স্নান করানোর মতো জলে চুবিয়ে দিচ্ছেন একের পর এক সাপকে। যা দেখে আঁতকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহাররকারীরা। ‘দশভি ফেইল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে সমাজমাধ্যমে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মধ্যবয়স্ক মহিলা বাড়ির উঠোনে একটি বড় পাত্র নিয়ে জামাকাপড় কাচার কায়দার বড় সড় সাপকে তাতে ডুবিয়ে দিচ্ছেন। এমনকি সাপটি ফণা তুলে দাঁড়াতেই সেটির মাথা ধরে পাত্রের জলে চুবিয়ে দিচ্ছেন তিনি। মজার ব্যাপার এই আদরের অত্যাচারে কোনও প্রতিবাদ করেনি বিষাক্ত এই সরীসৃপটি। শান্তশিষ্ট পোষ্যর মতো নির্বিবাদে স্নান সেরে নিয়েছে সাপটি। ভিডিয়োয় দেখা গিয়েছে একটি নয়, গোটা কয়েক সাপ বেষ্টিত হয়ে রয়েছেন ওই মহিলা। ওই মহিলাকে দেখে মনে হয়েছে তিনি বেদে সম্প্রদায়ের। সাপ ধরা, পোষা ও সাপের খেলা দেখানো যাঁদের পেশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement