শুধু ত্যাগ নয়, বামেদের ভাবনা চাই, মত প্রভাতের

বাম কর্মীরা হামলার মোকাবিলা করছেন, রক্তাক্ত হচ্ছেন। কিন্তু রাজনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য শুধু ‘আত্মত্যাগ’ই যথেষ্ট নয়। দরকার নতুন নতুন ভাবনা। মগজে জোর দিয়েই নতুন করে লড়াই শুরু করার জন্য বামেদের পরামর্শ দিলেন অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ০৩:১৯
Share:

প্রভাত পট্টনায়ক

বাম কর্মীরা হামলার মোকাবিলা করছেন, রক্তাক্ত হচ্ছেন। কিন্তু রাজনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য শুধু ‘আত্মত্যাগ’ই যথেষ্ট নয়। দরকার নতুন নতুন ভাবনা। মগজে জোর দিয়েই নতুন করে লড়াই শুরু করার জন্য বামেদের পরামর্শ দিলেন অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক।

Advertisement

রাজ্যে বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী অশোক মিত্রের সঙ্গে বামপন্থী অর্থনীতিবিদ পট্টনায়কের পরিচয় ১৯৬৯ সাল থেকে। সেই দীর্ঘ পরিচয়ের সূত্রেই মঙ্গলবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বামফ্রন্টের আয়োজিত স্মরণসভায় বাম আন্দোলনে অশোকবাবুর অবদানের স্মৃতিচারণ করছিলেন তিনি। পট্টনায়কের মতে, কৃষক বা শ্রমিক আন্দোলনে কে কতটা কাজ করেছেন, সাধারণ ভাবে তার উপরেই বাম রাজনীতিতে কারও অবদান ধরা হয়। কিন্তু শ্রমিক, কৃষক বা সমাজের নানা অংশের লড়াইয়ের জন্য বামেদের ভাবনার কথা অন্যদের কাছে পৌঁছে দেওয়াও বড় কাজ। যা অশোকবাবু আজীবন করেছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র-রাজ্য সম্পর্ক পুনর্বিন্যাসের ভাবনা বাংলা থেকেই সারা দেশে ছড়িয়ে গিয়েছিল অশোকবাবুর হাত ধরে।

এখন রাজ্যে বাম সরকার তো নেই-ই, শক্তি হিসেবেও বামেরা দুর্বল। সেই কথা উল্লেখ করেই অশোকবাবুর ভাবনার রেশ টেনে পট্টনায়ক এ দিন বলেন, ‘‘উনি থাকলে শূন্য থেকে শুরু করার কথাই বলতেন। আবার গ্রামের দিকে ফিরে যেতে হবে। সহজে ফিরে আসা যাবে না। এটা এখন লম্বা যাত্রাপথ। শুধু আত্মত্যাগ দিয়েই হবে না। অবশ্যই ভাল ভাবনা চাই।’’

Advertisement

স্মরণসভায় সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র উল্লেখ করেছেন, সীতারাম ইয়েচুরিকে নিয়ে যখন শেষ বার অশোকবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন প্রবীণ নেতার পরামর্শ ছিল, জিএসটি-র বিরুদ্ধে সংসদের ভিতরে-বাইরে এবং আদালতেও লড়াই চাই। পট্টনায়কও জানিয়েছেন জিএসটি-র বিরোধিতায় অশোকবাবুর সঙ্গে তাঁর আলাপচারিতার কথা। আরএসপির ক্ষিতি গোস্বামী, সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায় এবং ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানি তুলে এনেছেন অশোকবাবুর নিজের মতের প্রতি বিশ্বস্ততা এবং গভীর ভাবনার প্রসঙ্গ। ছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement