শান্তিনিকেতন না কলকাতার ডালহৌসি স্কোয়ার? নাকি বিষ্ণুপুর? ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণার জন্য কোন কোন জায়গার নাম প্রস্তাব করা হবে, আপাতত তা নিয়েই তুমুল আলোচনা শুরু হয়েছে রাজ্য হেরিটেজ কমিশনে।
প্রাথমিক ভাবে কয়েকটি নাম ঘুরেফিরে এলেও এখনও কোনওটাই চূড়ান্ত হয়নি। কোন জায়গার নাম শেষ পর্যন্ত ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে, তা ঠিক করতে একটি বিশেষ কমিটি তৈরি করেছে কমিশন। কমিটিই সিদ্ধান্ত নেবে।
হেরিটেজ কমিশন সূত্রের খবর, গত পাঁচ-সাত বছরে স্বতঃপ্রবৃত্ত হয়ে কমিশনের তরফে কোনও জায়গা নির্বাচিত করে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর মনোনয়নের জন্য পাঠানো হয়নি। এ বারই প্রথম বিষয়টি নিয়ে উঠেপড়ে লেগেছেন কমিশনের কর্তারা। কমিশনের আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কাছে প্রথমে নামগুলি পাঠানো হবে। তার পরে রাজ্য সেই সমস্ত নাম ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের (এএসআই) কাছে পাঠাবে। এএসআই-এর তরফেই ইউনেস্কো-র কাছে নামগুলি প্রস্তাব আকারে পাঠানো হবে। এখন ইউনেস্কো-ই যে হেতু বিশ্বের কোনও জায়গাকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করে, তাই এ ব্যাপারে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, ২০১০-’১১ সালে শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণার জন্য তৎকালীন কেন্দ্রীয় সরকারের তরফে ইউনেস্কো-র কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু ইউনেস্কো-র তরফে তখন তা বিবেচিত হয়নি। শান্তিনিকেতনের নাম ফের প্রস্তাব করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই প্রথম কমিশনের তরফে নাম প্রস্তাব আকারে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’