যাদবপুরে নিয়োগেও দাদাগিরি?

বেসরকারি ‘এজেন্সি’ বা সংস্থা থেকে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ উঠল। রক্ষী থেকে ছাত্রাবাসকর্মী পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়মবিধি ভাঙায় ক্ষোভ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০২:৩৯
Share:

বেসরকারি ‘এজেন্সি’ বা সংস্থা থেকে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ উঠল। রক্ষী থেকে ছাত্রাবাসকর্মী পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়মবিধি ভাঙায় ক্ষোভ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে।

Advertisement

অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের এক কর্মী (যিনি তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির নেতা) দিনের পর দিন এই সব নিয়োগ নিয়ন্ত্রণ করছেন। এবং তাতে এক গুরুত্বপূর্ণ আধিকারিকের সম্মতি রয়েছে। কোন এজেন্সি থেকে এই ধরনের কর্মী নিয়োগ হবে, বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের শীর্ষ আধিকারিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই সেটা চূড়ান্ত করা হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের আইনবিরুদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের খবর, কর্মীদের একাংশই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন। তার পরে অর্থ বিভাগ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় গত সপ্তাহে ওই নেতার সঙ্গীরা সেই বিভাগে গিয়ে বিক্ষোভ দেখান। যাদবপুরে বাইরের সংস্থা থেকে নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী, হস্টেলের কর্মী নিয়োগ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। বাইরে থেকে ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়ে ধরা পড়ার ঘটনাও ঘটেছে। কোনও তদন্ত হয়নি। ফের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল।

Advertisement

যাদবপুর সূত্রের খবর, অভিযোগ ওঠার পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য ফিনান্স অফিসারের কাছ থেকে এই ধরনের নিয়োগের যাবতীয় ফাইল চেয়ে পাঠিয়েছেন। শিক্ষাবন্ধু সমিতির যে-নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই বিনয় সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমার কোনও বক্তব্য নেই। যা বলার কর্তৃপক্ষ বলবেন।’’ রেজিস্ট্রার চিরঞ্জীববাবুকে ফোন এবং মেসেজ করা হলেও উত্তর পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement