প্রতীকী ছবি।
ব্যারাকপুরের পুরপ্রধানের নাম ভাঁড়িয়ে সাড়ে ৩ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ উঠল। পুলিশ জানতে পেরেছে, দমদমের একটি নির্মাণ সংস্থার কাছে কয়েক দিন আগে একটি ফোন আসে। বলা হয়, ব্যারাকপুর পুর এলাকায় একটি পার্ক তৈরির বরাত পেতে সাড়ে ৩ লক্ষ টাকা দিতে হবে। পুরপ্রধানের নাম করে একজন কথাও বলে টেলিফোনে। বলা হয়, মহকুমাশাসকের অফিসে টাকা জমা দিয়ে ভাউচার দেওয়া হবে। বুধবার ওই অফিসে গিয়ে দু’জনের হাতে টাকা দেন সংস্থার কর্মীরা। তারপর আর পাত্তা মেলেনি ওই দু’জনের। পুরপ্রধানের সঙ্গেও দেখা করেন সংস্থার কর্মীরা। পুরপ্রধান উত্তম দাস জানিয়ে দেন, এ ভাবে কোনও কাজের বরাত দেওয়া হয় না। প্রতারকেরা তাঁর নাম ভাঁড়িয়ে এই কাজ করেছে। এরপরেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করে সংস্থাটি।