আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যের বকেয়া পুরভোট মিটে যাবে।
আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যের বকেয়া পুরভোট মিটে যাবে। বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্টকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আদালতে কমিশন জানিয়েছে, রাজ্যের বাকি ১১৪টি পুরসভা ও পুরনিগমে দুই দফায় ভোট করা হবে। পাঁচটি পুরনিগমে ভোট হবে আগামী ২২ জানুয়ারি। বাকি ১০৯টি পুরসভায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।
২২ ফেব্রুয়ারি অর্থাৎ প্রথম দফায় রাজ্যের যে পাঁচটি পুরনিগমে ভোট হবে, তার মধ্যে রয়েছে— হাওড়া, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি। ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট হবে রাজ্যের ২২ জেলার ১০৯টি পুরসভায়।
গ্রাফিক: সনৎ সিংহ
পূর্ব বর্ধমানের যে ছ’টি পুরসভায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি, তার মধ্যে রয়েছে বর্ধমান, কালনা, কাটোয়া, দাঁইহাট, গুসকারা, মেমারি। নির্বাচন রয়েছে বীরভূমের পাঁচটি, বাঁকুড়ার তিনটি, পশ্চিম মেদিনীপুরের সাতটি ও পূর্ব মেদিনীপুরের তিনটি পুরসভায়। বকেয়া ১০৯টি পুরসভার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ২৫টি পুরসভা। দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ছয়টি পুরসভা। ভোট হবে ডানকুনি, উত্তরপাড়া-কোতরং, কোন্নগর, শ্রীরামপুর-সহ হুগলির মোট ১২ পুরসভায় ভোট রয়েছে ওই দিন। ভোট হতে পারে হাওড়ার বালি পুরসভাতেও। এ ছাড়াও নদিয়ার ১০, মুর্শিদাবাদের সাত, জলপাইগুড়ির তিন, আলিপুরদুয়ারের দুই, মালদহের দুই, দার্জিলিঙের এক, দক্ষিণ দিনাজপুরের দুই, উত্তর দিনাজপুরের তিন, কোচবিহারের চার এবং পুরুলিয়ার তিন পুরসভা ভোট রয়েছে ২৭ ফেব্রুয়ারি।