West Bengal Municipal Election 2022

Municipal corporation Election 2022: চার পুরভোটের ফল কবে প্রকাশ হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন

রাজ্যে কোভিডস্ফীতির কারণে গত শনিবারই চার পুরসভার ভোটের দিন পিছিয়ে দিয়েছিল কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৯:০০
Share:

প্রতীকী ছবি।

চার পুরসভার নির্বাচনের ফল কবে জানা যাবে, তা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে কোভিডস্ফীতির কারণে আগেই চার পুরসভার ভোটের দিন পিছিয়ে দিয়েছিল কমিশন। নতুন ঘোষণায় বলা হয়েছিল ২২ জানুয়ারির বদলে চার পুরসভা— বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়িতে ভোট হবে ১২ ফেব্রুয়ারি। তবে ভোটের গণনা বা ফল প্রকাশ কবে হবে সে ব্যাপারে শনিবার নির্দিষ্ট কোনও তারিখ জানায়নি নির্বাচন কমিশন। শুক্রবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়ে জানাল কমিশন।

Advertisement

কমিশন ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি, সোমবার চার পুরসভার ভোট গণনা হবে। ওই দিনই হবে ফলপ্রকাশ। উল্লেখ্য, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই করোনাস্ফীতি কমতে পারে বলে আগাম অনুমান ছিল বিশেষজ্ঞদের। রাজ্যে ইতিমধ্যেই করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী হতে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রাজ্যে ভোট প্রক্রিয়া দ্রুত মেটানোর পন্থী সরকার অবশ্য আগেই জানিয়েছিল কোভিড আবহে নির্বাচনের দিন পিছনোর দরকার কি না তা নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত কোভিড আবহে চার পুরনিগমের ভোট পিছনো নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলাও হয়েছিল। হাই কোর্ট সেই মামলার শুনানিতে বলেছিল, কোভিড পরিস্থিতিতে ভোট পিছনোর দরকার কি না তা সবদিক খতিয়ে দেখে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিক কমিশন। পরে রাজ্যও কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল নির্বাচন পিছোলে তাঁদের কোনও আপত্তি নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement