প্রতীকী ছবি।
কলকাতা পুরভোটের সময় বুথে লাগানো সিসিটিভি ক্যামেরা কাজ করছে না বলে অভিযোগ ছিল। আদালত তার রায়ে জানিয়েছে, সব বুথে ঠিক ভাবে সিসিটিভি ক্যামেরার ব্যবহার করতে হবে।
কমিশন যদি শান্তিপূর্ণ ভোট করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন আছে বলে মনে করে তবে তারা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করতে পারবে।
অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে ভোট করার কথা আদালতে জানিয়েছে কমিশন। ফলে ওই কথার অন্যথা হলে এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায় কমিশনের উপরই থাকবে।
পোলিং এজেন্টরা নিজেদের ভোটকেন্দ্রেই এজেন্ট হতে হবে বলে জানিয়েছিল কমিশন। পাল্টা আদালতে প্রস্তাব দেওয়া হয়েছিল এজেন্টদের তাদের ওয়ার্ডের পরিধি থেকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক। বৃহস্পতিবার আদালত জানিয়েছে, পুরভোটে পোলিং এজেন্টদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করবে না আদালত।
চার পুরনিগমের ভোট এবং ১০৮টি পুরসভার ভোটের গণনা একই দিনে হবে না কি ভোটের ৪৮ ঘণ্টার মধ্যে তা নিয়ে কমিশনকেই সিদ্ধান্ত নিতে বলেছে কলকাতা হাই কোর্ট। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে ১২ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজির বৈঠকের নির্দেশ দিল হাই কোর্ট।
বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, সে ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানাল কলকাতা হাই কোর্ট। বিচারপতিরা জানালেন, শান্তিপূর্ণ ভোট করা কমিশনের দায়িত্ব
আইনশৃঙ্খলা খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে।