প্রতীকী ছবি
পেট্রোপোল-বেনাপোল সীমান্তের জ়িরো লাইন পর্যন্ত পণ্য পরিবহণ চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্ত পুরোপুরি মানতে এখনও রাজি নয় রাজ্য সরকার। ফলে সীমান্তে পণ্য পরিবহণে জটিলতা এখনও বহাল।
স্বরাষ্ট্র মন্ত্রকের আদেশনামায় বলা হয়েছে, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের সঙ্গে পণ্য পরিবহণ বন্ধ রাখা কাম্য নয়। অত্যাবশ্যক পণ্য পরিবহণ চালু করার জন্য আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখেছিলেন। এখন পেট্রাপোল সীমান্তে আড়াই হাজার ভারতীয় ট্রাক আটকে। তারা রফতানির পণ্য বাংলাদেশে নিয়ে যেতে চায়। বেনাপোলে বাংলাদেশের দিকেও আরও ২৩১টি ভারতীয় ট্রাক এবং ৩৬টি বাংলাদেশি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বন্ধ পণ্য পরিবহণ। সেই জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তের জ়িরো লাইন পর্যন্ত উভয় দেশের পণ্য যাবে। তার পরে পারস্পরিক দূরত্ব বিধি মেনে পণ্য আদানপ্রদান হবে। যদিও রাজ্যের মুখ্যসচিব বলেন, ‘‘নির্দেশিকাতেই বলা আছে, চাইলে রাজ্য সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ করতে পারে। সেই নীতি মেনেই বন্ধু দেশ হলেও বাংলাদেশ সীমান্তে অবাধ বাণিজ্যে এখনও রাজি নই ।’’
আরও পড়ুন: বিরোধীরা ‘শকুন’! মমতার মন্তব্য তুলে ধরে ফের আক্রমণে ধনখড়