প্রতীকী ছবি।
লকডাউনের জেরে আর্থিক ভাবে বিপন্ন হয়ে পড়ায় রাজ্যের আইনজীবীদের জন্য ২০ হাজার টাকা সাহায্যের আর্জি জানিয়ে সোমবার বার কাউন্সিলের চেয়ারম্যানকে চিঠি দিল লইয়ারস ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ওই চিঠির প্রতিলিপি দিয়েছে তারা। সংগঠনের আহ্বায়ক দিবাকর ভট্টাচার্যের বক্তব্য, লকডাউনের ফলে কাজ বন্ধ থাকায় কলকাতার পাশাপাশি জেলা, মহকুমা এবং ব্লকের আইনজীবীরা দারুণ আর্থিক সঙ্কটে পড়েছেন। দ্রুত তাঁদের পাশে না দাঁড়ালে বিচারব্যবস্থা ভেঙে পড়বে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)