পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।
লকডাউনের মধ্যে জরুরি পরিষেবা দেওয়ার জন্য কাজ করতে হচ্ছে পরিবহণ শ্রমিকদের। কিন্তু ১২-১৪ ঘণ্টা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে বাস চালক, কন্ডাক্টর বা এজেন্সি শ্রমিকদের কেউ প্রতিবাদ করলে তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের। তার আগেও শ্রম দফতরে দায়ের করা দু’টি অভিযোগের প্রেক্ষিতে ত্রিপাক্ষিক আলোচনা চলাকালীনই ১৪ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলেও তাদের অভিযোগ। ওই ১৪ জনের তালিকা ও তথ্য দিয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠিয়ে ওই ইউনিয়নের নেতা এবং এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য দাবি জানিয়েছেন, তাঁদের কাজে ফিরিয়ে নেওয়া ও বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ করা হোক।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)