West Bengal Lockdown

অ্যাম্বুল্যান্স অমিল, মৃত্যু ক্যানসার আক্রান্ত শিশুর

ব্লাড ক্যানসারে আক্রান্ত সুইটিকে প্রায়ই চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে নিয়ে যেতে হত। লকডাউনের জেরে চিকিৎসায় কিছুটা ব্যাঘাত হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তারকেশ্বর শেষ আপডেট: ০৭ মে ২০২০ ০৪:২১
Share:

প্রতীকী ছবি।

ক্যানসার-আক্রান্ত তিন বছরের মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স প্রয়োজন ছিল। পঞ্চায়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সের খোঁজে গিয়েছিলেন বাবা। কিন্তু জানানো হয়, সেটি মিলবে না। বাধ্য হয়ে অন্য গাড়ি জোগাড় করে যখন সুইটি ভূমিজকে হাসপাতালে নিয়ে যাওয়া হল, তত ক্ষণে সে মারা গিয়েছে।

Advertisement

ব্লাড ক্যানসারে আক্রান্ত সুইটিকে প্রায়ই চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে নিয়ে যেতে হত। লকডাউনের জেরে চিকিৎসায় কিছুটা ব্যাঘাত হচ্ছিল। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার পরিবার। কিন্তু অ্যাম্বুল্যান্স মেলেনি।

সুইটির মা শিখাদেবীর প্রশ্ন, ‘‘আমার মেয়ের তো কোনও ছোঁয়াচে রোগ ছিল না। তা হলে কেন অ্যাম্বুল্যান্স দিল না?’’ সুইটির বাবা পেশায় দিনমজুর পলাশ বলেন, ‘‘হাতে কাজ নেই। তবু বেশি টাকা খরচ করে একটা গাড়ির ব্যবস্থা করেছিলাম। কিন্তু এত দেরি না হলে হয়তো মেয়েটা বেঁচে যেত।’’ পঞ্চায়েত প্রধান হারাধন মজুমদারের অবশ্য দাবি, ‘‘অ্যাম্বুল্যান্সের জন্য আমাকে কেউ ফোন করেননি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement