বঞ্চনার নালিশ

কেরোসিনের বরাদ্দ ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ বার অভিযোগ করলেন, গণবণ্টনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বঞ্চনার স্বীকার হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ০৪:০৩
Share:

কেরোসিনের বরাদ্দ ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ বার অভিযোগ করলেন, গণবণ্টনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বঞ্চনার স্বীকার হচ্ছে। শুক্রবার দিল্লিতে খাদ্য মন্ত্রকের বৈঠকে বিষয়টি তুলবেন খাদ্যসচিব। খাদ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের কেরোসিনের কোটা প্রায় ১০ হাজার কিলোলিটার কমিয়ে দিয়েছে কেন্দ্র। গত কৃষিবর্ষে এফসিআই রাজ্যের চাষিদের কাছ থেকে সহায়ক-মূল্যে আড়াই লক্ষ মেট্রিক টন চাল কিনেছিল। চলতি মরসুমে এ-পর্যন্ত কিনেছে মাত্র ৪০ হাজার মেট্রিক টন। মরসুম শেষ হবে অক্টোবরে। এফসিআই যথেষ্ট চাল না-কেনায় সহায়ক-মূল্যে চাল বিক্রির ক্ষেত্রে চাষিরা বঞ্চিত হচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement