ছবি: সংগৃহীত।
ভুয়ো খবর ঠেকাতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে লক্ষ্যস্থির করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে পুলিশ দিবসের অনুষ্ঠানে তিনি জানান, সাইবার ক্রাইমে যিনি ভাল কাজ করবেন, তাকে ‘সেরার সেরা’ বলে ঘোষণা করবে রাজ্য সরকার।
ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর বিধিনিষেধ সংক্রান্ত একটি পোস্টকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে ঘুরতে থাকা সেই পোস্টটিকে ভুয়ো বলে জানিয়েছে কলকাতা পুলিশও। কিন্তু পোস্টটি যে ভাবে ভাইরাল হয়েছে, তাতে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক কর্তাদের কপালে। মমতার নির্দেশ, সাইবার ক্রাইম বিভাগকে আরও সক্রিয় করে তুলতে তথ্যপ্রযুক্তি জানা বিশ্বস্ত ছাত্রছাত্রীদের ইন্টার্ন হিসাবে কাজ করালে দফতর এবং সংশ্লিষ্ট পড়ুয়ারও সুবিধা হবে।
মমতার কথায়, “সাইবার ক্রাইম নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে পুলিশকে। ছড়িয়ে দেওয়া হয়েছে, দুর্গাপুজোর সময় কাউকে রাস্তায় বেরোতে দেওয়া হবে না। সারারাত কার্ফু থাকবে। আমি বলি এরা কোন হরিদাস, অর্ধশিক্ষিত? দুর্গাপুজো নিয়ে যারা বড় বড় কথা বলছে এবং দাঙ্গা করার চেষ্টা করছে, তারা রেহাই পাবে না। যেখান থেকে ভুয়ো খবর ছড়িয়েছে, তাদের কান ধরে একশোবার সকলের সামনে ওঠবোস করাবে, দেখতে চাই। অহঙ্কারী, ঔদ্ধত্য, পাষণ্ড, নির্লজ্জ, নৃশংস, শোষণের দল। সরকার দুর্গাপুজো নিয়ে বৈঠক এখনও করেনি। অতিমারি চলছে, কী পরিস্থিতি জানি না। আগেও ভুয়ো কাগজ ছাপিয়ে আমার নামে বলা হয়েছিল, নির্বাচনে জিতলে নাকি সব হিন্দুদের বাংলা থেকে তাড়িয়ে দেব! এরা ভয়ঙ্কর।”
সরকার মনে করছে, ট্রেন চালু হলে অপরাধীদের গতিবিধি বাড়বে। তাই ট্রেন, বিমানবন্দর এলাকায় বাড়তি নজরদারির নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে। পুরনো অপরাধের তথ্য বার করার নির্দেশও দিয়েছেন দিয়েছেন মমতা। কোনও দফতরের নামে ভুয়ো কোনও বার্তা ছড়ালে সংশ্লিষ্ট দফতরকেও তার পাল্টা বার্তা পোস্ট করতে বলা হয়েছে। মমতা বলেন, “প্রত্যেক আইসিকে সাইবার ক্রাইম অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে। রাজ্য মহিলা কমিশন এ ব্যাপারে সরকারকে বলেছে।’’