অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় এনে সংবর্ধনা দেওয়ার জন্য বিধানসভা এবং সরকারের তরফে চেষ্টা হবে বলে জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
নোবেলজয়ীর কৃতিত্বকে কুর্নিশ জানাতে সোমবার বিধানসভায় আলোচনা হয়। সেখানেই কংগ্রেসের অসিত মিত্র প্রস্তাব দেন, ‘‘অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় এনে সংবর্ধনা দেওয়া হলে এবং তাঁর মুখ থেকেই আমরা কিছু কথা শুনতে পেলে ভাল হয়।’’ এই প্রস্তাব শুনে স্পিকার বলেন, ‘‘আমি বিধানসভার মাধ্যমে চেষ্টা করব ওঁকে এখানে আনার। সরকারের তরফেও চেষ্টা হবে ওঁর সঙ্গে যোগাযোগ করার।’’ অভিজিৎবাবুর লেখা তিনটি বই বিধানসভায় রাখার প্রস্তাব দেন শিক্ষামন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দারিদ্র ও অশিক্ষা দূরীকরণে অভিজিৎবাবুর কাজকে বাস্তবায়িত করার চেষ্টা হওয়া দরকার বলে পার্থবাবু জানান।