সরকারি কর্মীদের এলটিসি-র হিসেব তলব করল রাজ্য

২০১৫ সালে সার্ক দেশগুলিতে বেড়ানোর জন্য এলটিসি-র সুবিধা দেয় রাজ্য। বলা হয়েছিল, যাতায়াত ছাড়া অন্য কোনও খাতে এলটিসির টাকা ব্যবহার করা যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৬
Share:

নবান্ন। ফাইল চিত্র।

লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি) নিয়ে যাঁরা বিদেশযাত্রা করেছিলেন, সেই সরকারি কর্মীদের খরচের হিসেব দিতে নির্দেশ দিল রাজ্য সরকার।

Advertisement

২০১৫ সালে সার্ক দেশগুলিতে বেড়ানোর জন্য এলটিসি-র সুবিধা দেয় রাজ্য। বলা হয়েছিল, যাতায়াত ছাড়া অন্য কোনও খাতে এলটিসির টাকা ব্যবহার করা যাবে না। কিন্তু সরকারি সূত্রের দাবি, অনেকেই যে এলটিসি নিয়েছিলেন, তাতে বেড়ানোর পুরো প্যাকেজ খরচ যুক্ত করা হয়েছিল।

বুধবার অর্থ দফতর জানিয়েছে, ২০১৫ সালের ১ নভেম্বর থেকে যাঁরা বিদেশ সফর করেছেন, তাঁদের এই মুচলেকা দিতে হবে যে এলটিসি-তে যাতায়াত ছাড়া অন্য কোনও খরচ ধরা নেই। অতিরিক্ত অর্থ নেওয়া হলে তা ১২টি কিস্তি বা অবসরগ্রহণের (যেটি আগে হবে) আগে ফেরত দেওয়া হবে। কর্মীদের অনেকের দাবি, ট্র্যাভেল এজেন্সিগুলি কোনও কোনও ক্ষেত্রে টিকিট-মূল্যের মধ্যেই থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিল। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘ট্র্যাভেল এজেন্সি এমন করে থাকলে তার দায় কর্মীর হবে কেন? টাকা কাটা হলে আইনের দ্বারস্থ হব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement