স্বনির্ভর গোষ্ঠীকে ৫ হাজার

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রের খবর, স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে প্রায় এক কোটি মহিলা নিজেরা উপার্জনের ব্যবস্থা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৯ ০৩:১৩
Share:

প্রতীকী ছবি।

রাজ্যের প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর প্রতিটিকে এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য দেবে সরকার। এতে ৫০০ কোটি টাকা খরচ হবে বলে বুধবার বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হিসেব দেন, ২০১১ সালে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল ৪.৭২ লক্ষ। ২০১৯-এ সেটা হয়েছে ৯.৬৯ লক্ষ। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সরকার নানা ভাবে আর্থিক সহায়তা দেয়। সুদে ভর্তুকি তার অন্যতম। মুখ্যমন্ত্রী জানান, ২০১১-১২ অর্থবর্ষে স্বনির্ভর গোষ্ঠীর মোট ঋণের পরিমাণ ছিল ৫৫৩ কোটি টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭০০০ কোটি। স্বনির্ভর গোষ্ঠীগুলির ৯৮% মহিলা। তাঁদের পাশে দাঁড়াতেই সরকার এককালীন সাহায্যের সিদ্ধান্ত নিয়ে‌ছে। গত এক বছর ধরে যে-সব স্বনির্ভর গোষ্ঠী সক্রিয় হয়ে কাজ করছে, তাদেরই সাহায্য করা হবে।

Advertisement

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রের খবর, স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে প্রায় এক কোটি মহিলা নিজেরা উপার্জনের ব্যবস্থা করেছেন। কয়েক হাজার গোষ্ঠী নিয়মিত ব্যাঙ্কঋণ নিয়ে ব্যবসা করে, তা ফেরতও দেয়। সুদে ২% ভর্তুকি ছাড়া সরকার তাঁদের জন্য বিশেষ কিছু করেনি। কেন্দ্র মুদ্রাঋণ চালু করায় অনেক জায়গায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা মুদ্রাঋণের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যের সঙ্গে পুরনো যোগসূত্র যাতে ছিন্ন না-হয়, সেই জন্য এককালীন ৫০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement