জমির খরচ নিয়ে আন্দোলনে ফ ব

পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাংলার দিকে নজর রেখে জমি সংক্রান্ত খরচ বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের পথে যাচ্ছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ২২:৫১
Share:

প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাংলার দিকে নজর রেখে জমি সংক্রান্ত খরচ বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের পথে যাচ্ছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। জমির রেজিস্ট্রেশন, মিউটেশন ও কনভারশন ফি সম্প্রতি বহু গুণ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। গ্রামে যে কৃষিজমির মিউটেশন ফি ছিল শতক পিছু এক টাকা, এখন তা বেড়ে হয়েছে ৪০ টাকা! এই বৃদ্ধির প্রতিবাদেই আগামী ১৭-১৮ মে রাজ্য জুড়ে বিডিও দফতরে বিক্ষোভের ডাক দিয়েছে ফ ব।

Advertisement

আরও পড়ুন: শিল্প বান্ধবের দৌড়েও পিছিয়ে পড়ল বাংলা

দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ‘‘বিধানসভায় কিছু না জানিয়ে সকলকে প্রায় অন্ধকারে রেখে এমন একটা ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি, এর প্রতিবাদে এগিয়ে আসুন।’’ মহারাষ্ট্র, গুজরাত ও পশ্চিমবঙ্গে মোট ৯৯৫টি প্রকল্পের জন্য জমি নিয়েও ফেলে রাখা হয়েছে নরেনবাবুদের দাবি। শিল্প তালুক বা কৃষিনির্ভর প্রকল্প গড়ার জন্য ওই জমি নেওয়া হয়েছিল। সেই জমি মূল মালিকদের হাতে ফেরানোর দাবিতেও আন্দোলনে যাবে ফ ব। নরেনবাবুর কথায়, ‘‘বর্তমান সরকারি দল তো জমি ফেরানোর কথা বলেই ক্ষমতায় এসেছিল। তারা জমি ফেরত দিক!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement