এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি। গ্রাফিক: শৌভিক দেবনাথ
মঙ্গলবারের তুলনায় রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ল। সেই নিরিখে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। একই সঙ্গে বাড়ল সংক্রমণের হারও। তবে গত কয়েক দিন ধরেই সুস্থতার হার ধাপে ধাপে বাড়ছে। বুধবারও সেই প্রবণতা বজায় রয়েছে রাজ্যের করোনা মানচিত্রে। একই সঙ্গে উল্লেখযোগ্য ভাবে রোজই কমছে সক্রিয় রোগীর সংখ্যা।
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বুধবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন হল ৫ লক্ষ ৭১ হাজার ৮১৫ জন। এ দিন উত্তর ২৪ পরগনা (৬১) এবং কলকাতা (৫০) এই দুই জেলা সংক্রমণের শিখরে। হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। বাকি কোনও জেলাতেই নতুন আক্রান্তের সংখ্যা দুই অঙ্কে পৌঁছয়নি।
২৪ ঘণ্টায় যত সংখ্যক নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তার শতকরা হারকেই ‘পজিটিভিটি রেট’ বা ‘সংক্রমণের হার’ বলা হয়। বুধবার ওই হার কিছুটা বেড়ে হয়েছে ০.৮৩ শতাংশ। এ দিন অবশ্য নমুনা পরীক্ষাও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। এ দিন পরীক্ষা হয়েছে ২১ হাজার ৬০৮ জনের।
বুধবার রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮৩ জন। এর ফলে রাজ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ৫ লক্ষ ৫৭ হাজার ২০৮ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় কোভিড আক্রান্ত ৪ হাজার ৩৮৭ জন। যা মঙ্গলবারের তুলনায় ১০৯ জন কম। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৭.৪৩ শতাংশ। এ দিন তা হয়েছে ৯৭.৪৫ শতাংশ।
বুধবার রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ জন এবংদক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং উত্তর দিনাজপুরে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ২২০ জনের।