West Bengal Board Of Secondary Education

১০:৩৫-এর মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে শিক্ষকদের, নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

সূত্রের খবর, পর্ষদ নির্দেশ দিয়েছে যে, শিক্ষক-শিক্ষিকাদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে। তার পরে কোনও শিক্ষক-শি‌ক্ষিকা স্কুলে ঢুকলে ‘লেট মার্ক’ দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৭:০৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আগামী বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। তাতে পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি আরও কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সূত্রের খবর, পর্ষদ নির্দেশ দিয়েছে যে, শিক্ষক-শিক্ষিকাদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে। তার পরে কোনও শিক্ষক-শি‌ক্ষিকা স্কুলে ঢুকলে ‘লেট মার্ক’ দেওয়া হবে। বেলা সওয়া ১১টার পরে ঢুকলে ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করা হবে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত থাকতে হবে। মাধ্যমিক পরীক্ষার সময়ে শিক্ষকদের দায়িত্বও বিস্তারিত ভাবে বলা হয়েছে ওই নির্দেশিকায়।

অনেকেই অবশ্য দাবি করেছেন যে, শনিবার অর্ধদিবসের ক্ষেত্রে বা কোনও সময় আগাম ছুটি হলে কী করতে হবে, তা নিয়ে বিভ্রান্তি থাকছে। যেমন বিভ্রান্তি থাকছে মোবাইল ফোনের ব্যবহারের নিয়মাবলি নিয়ে। নির্দেশিকায় বলা হয়েছে যে, পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। শিক্ষকেরা ক্লাসে অথবা পরীক্ষাগারে মোবাইল ব্যবহার করতে পারবেন না। পড়াশোনা সংক্রান্ত কোনও কাজে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করতে হলে প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন।

Advertisement

অনেকে বলছেন, চলতি বছর থেকে ‘পড়াশোনা সুবিধার্থে’ একাদশ শ্রেণি থেকে পড়ুয়াদের মোবাইল দেওয়া হচ্ছে। তা হলে কি স্কুলে সেই মোবাইল ফোন আনা যাবে না?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement