Students' Union Election

ছাত্রভোট নিয়ে কী ভাবছে রাজ্য, হলফনামা জমার নির্দেশ দিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি! বেঁধে দেওয়া হল দু’সপ্তাহ সময়

রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে ছাত্র সংসদ নির্বাচন থমকে রয়েছে। তা নিয়ে অতীতে বার বার প্রশ্নও উঠেছে। এ বার ছাত্রভোট নিয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৪:০৮
Share:
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। —ফাইল চিত্র।

ছাত্রভোট নিয়ে কী ভাবনাচিন্তা চলছে, তা নিয়ে এ বার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকার এবং উচ্চ শিক্ষা দফতরের থেকে হলফনামা তলব করেছেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ছাত্রভোট নিয়ে তাদের কী অবস্থান, তা দু’সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশ, ছাত্র নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কী পদক্ষেপ করা হবে, তা আদালতকে জানাতে হবে।

Advertisement

বস্তুত, রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘ দিন ধরে ছাত্রভোট থমকে রয়েছে। বিভিন্ন সময়ে বিরোধী শিবিরের ছাত্র সংগঠনগুলি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরবও হয়েছে। সম্প্রতি এই নিয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। ওই জনস্বার্থ মামলাকারীর আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় প্রধান বিচারপতির এজলাসে জানান, নিয়মে বলা রয়েছে নিয়মিত ছাত্র নির্বাচন করাতে হবে। কিন্তু বহু বছর ধরে নির্বাচন বাকি রয়েছে। সেটি হচ্ছে না। এই অবস্থায় রাজ্যের আইনজীবী জানান, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।

দু’পক্ষের বক্তব্য শুনে হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের মন্তব্য, “কিছু অবস্থান নিন। নির্বাচন করা হচ্ছে না। পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।” রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দফতর কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে, তা দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement