Rajib Banerjee

ডোমজুড় থেকেই ফের ভোটে লড়ার ঘোষণা রাজীব বন্দ্যোপাধ্যায়ের

২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে ডোমজুড় থেকেই জয়ী হন রাজীব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১৯:৫৫
Share:

সলপের অনুষ্ঠানে রাজীব বন্দ্য়োপাধ্যায়। নিজস্ব চিত্র।

আগামী বিধানসভা ভোটে তিনি ডোমজুড় থেকেই লড়বেন বলে ঘোষণা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে কোন দলের হয়ে লড়বেন, তা স্পষ্ট করলেন না প্রাক্তন বনমন্ত্রী।

Advertisement

জল্পনা চলছে, আগামী ৩১ জানুয়ারি ডুমুরজলা মাঠে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। ডোমজুড়ের তৃণমূল বিধায়ক নিজেও মঙ্গলবার বিষয়টি নিয়ে হেঁয়ালি বজায় রাখলেন। ডোমজুড়ের সলপে একটি রক্তদান শিবিরে এসে তিনি বলেন, ‘‘ভবিষ্যৎদ্রষ্টা নই। আগামী দিনে কী হবে, তা বলতে পারব না।’’

রাজীব জানান, তিনি ঈশ্বর বিশ্বাসী মানুষ। তাই মনে করেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তবে ডোমজুড়ের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। এর পরেই তাঁর ঘোষণা, ‘‘আগামী বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকেই প্রার্থী হব। রাজ্যের অন্য কোনও কেন্দ্র থেকে নয়।’’ প্রসঙ্গত, ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে ডোমজুড় থেকেই জয়ী হন রাজীব।

Advertisement

জেলার রাজনীতিতে সমবায় মন্ত্রী অরূপ রায়ের ‘বিরোধী’ বলেই রাজীবের পরিচিতি। তিনি বলেন, ‘‘গতকাল অসুস্থ অরূপবাবুকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছি।’’ তাৎপর্যপূর্ণ ভাবে রাজীব এ দিন অরূপকে ‘আমার নেতা’ বলে উল্লেখ করেন। তা হলে অরূপের সঙ্গে তাঁর দূরত্ব কি মিটে গেল? রাজীবের উত্তর, আমি নিজেকে দলের একজন সাধারণ কর্মী হিসেবে ভাবি। তাই দলীয় নেতৃত্বকে মেনে চলি। অরূপবাবু এ নিয়ে কিছু ভাবেন কি না, তা আমি জানি না।’’

সম্প্রতি হুগলির উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দলের বিরুদ্ধে একাধিক বার ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে রাজীব বলেন, ‘‘নিশ্চয়ই তাঁর (প্রবীর) সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, যাতে তিনি মনে আঘাত পেয়েছেন। তাই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে যাই হোক না কেন, সেটা দুঃখজনক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement