বোলপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র
ভোটের আগে ‘বহিরাগত’ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির অন্য রাজ্যের নেতাদের বহিরাগত বলে ক্রমাগত কটাক্ষ করে চলেছেন তৃণমূল নেতৃত্ব। আরও এক ধাপ এগিয়ে এ বার ‘বহিরাগত’দের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বোলপুরে পদযাত্রার পর মমতা বিজেপি নেতাদের বিরুদ্ধে বিশ্বভারতী নিয়ে ‘রাজনীতি’র অভিযোগও তুলেছেন মমতা।
জে পি নড্ডা, থেকে অমিত শাহ। তার সঙ্গে এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নেতা-মন্ত্রীরা এ রাজ্যে এসে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন। তৃণমূল নেতৃত্ব এ নিয়ে গোড়া থেকেই সরব। মমতার দলের অভিযোগ, এই নেতারা রাজ্যের কৃষ্টি-সংস্কৃতির কিছু না জেনে এখানকার মানুষকে বিভ্রান্ত করছেন। মুখ্যমন্ত্রী নিজে এবং তাঁর দলের নেতারা এঁদের বহিরাগত বলে আক্রমণ করেছেন। মঙ্গলবারও সেই সুরেই শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দেখবেন কিছু লোক এসে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। বলছেন, আমাদের ভোট দিন। কিন্তু কেউ তাঁদের কথা শুনছেন না। বলছেন, তৃণমূল আমাদের সব দিয়েছে, আপনাদের কেন ভোট দেব?’’
এর পরেই পুলিশি নালিশ জানানোর কথা বলেন মমতা। তাঁর বক্তব্য, ‘‘মা-বোনেরা, আপনারা সতর্ক থাকুন। এই বহিরাগতদের দেখলে পুলিশে অভিযোগ জানান। পুলিশ ব্যবস্থা নেবে। সঙ্গে আমাদেরও জানান, আমরাও প্রয়োজনে ব্যবস্থা নেব।’’ এই সূত্রেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিশ্বভারতীকে নিয়ে একটা ঘৃণ্য রাজনীতি হচ্ছে।’’ বিজেপির নাম করেই তাঁর আক্রমণ, ‘‘এঁরা একটা ধর্মান্ধ রাজনীতির সূচনা করেছে। একটা উগ্র রাজনীতির জন্ম দিয়েছে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সবাইকে ভুলিয়ে দিতে চাইছেন। কিন্তু বাংলার মানুষের সংস্কৃতি, রুচিবোধ এই রাজনীতিকে মেনে নেবেন না।’’
আরও পড়ুন: রাজ্যে ‘বাধা’ ছাড়া পার্টি অফিস খুলছে সিপিএম, বিরোধী পরিসর কি ভাঙবে
আরও পড়ুন: বিশ্বভারতীকে ঘিরে ঘৃণ্য রাজনীতি চলছে, বললেন মমতা
অমিত শাহ এ রাজ্যে সফরে এলেই আদিবাসী বা দরিদ্র পরিবারে মধ্যাহ্নভোজ সারছেন। তাঁর সেই ভোজন রাজনীতিকে এর আগেও একাধিক সভায় কটাক্ষ করেছেন মমতা। মঙ্গলবারও বলেন, ‘‘উনি আসবেন, আদিবাসীদের বাড়িতে বসে ফাইভস্টারের খাবার খাবেন। এটা আদিবাসী ভাই-বোনেদের অপমান। এই অপমান তাঁরা মেনে নেবেন না।’’