Weather Forecast

বাঁকেই বিপদ, ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ ৭ জেলা ভাসবে বৃষ্টিতে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপটি অবস্থান করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২০ ১৭:৪৯
Share:

ছবি: শাটারস্টক।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে আগামিকাল, শনিবার বিকেলের মধ্যেই। শুরুতে ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে থাকলেও, পরে তা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, ওই বাঁকেই লুকিয়ে রয়েছে বিপদ। কতটা গতিতে বাঁক নিচ্ছে, তার উপরেই নির্ভর করবে ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে?

Advertisement

যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেয়, তা হলে তার নাম হবে আমফান। ঘূর্ণিঝড়ের এই নামটি দিয়েছে তাইল্যান্ড।

উপগ্রহ চিত্র দেখে আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতাসের গতিবেগও থাকবে ঘণ্টায় ৬৫ থেকে ৯০ কিলোমিটারের আশপাশে।

Advertisement

নিম্নচাপের এই মুহূর্তের অবস্থান দেখে নিন

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপটি অবস্থান করেছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। শনিবার দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য ভাগে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শুরুতে উত্তর-পশ্চিম দিকে এগোবে ঘূর্ণিঝড়। আগামী ১৭ তারিখের পর অভিমুখ পরিবর্তন করে বাঁক নেবে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। তার পর উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড়। তার ফলে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তাঁর প্রভাব পড়বে।

আরও পড়ুন: ফের চার হাজারের লাফ, দেশে আক্রান্ত ৮২ হাজার ছুঁইছুঁই

আরও পড়ুন: মুম্বই, পুণে-সহ হটস্পটগুলিতে লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে মহারাষ্ট্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement