প্রতীকী ছবি।
আরও কিছুটা নামল কলকাতার পারদ। মহানগরে ঠান্ডার আমেজ। বুধবার পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, কালিম্পং, সান্দাকফু-সহ পাহাড়ি এলাকা।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার সেই তাপমাত্রা আরও কমে হয়েছে ১২.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আবার সর্বোচ্চ তাপমাত্রাও কমছে। ফলে মঙ্গলবার সারাদিনই শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা। তবে আগামিকাল বুধবারের পর পারদ কিছুটা চড়তে পারে বলে পূর্বাভাসও দিয়েছন আলিপুরের আবহবিদরা।
কলকাতার পাশাপাশি জেলাগুলির তাপমাত্রাও কিছুটা কমেছে। অন্য দিকে পাহাড়ের সব জায়গাতেই কনকনে ঠান্ডা। ইতিমধ্যেই সান্দাকফু, দার্জিলিংয়ের টাইগার হিলে তুষারপাত হয়েছে। ফের তুষারপাতের আশায় পাহাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।