ফাইল চিত্র।
কলকাতার আকাশে মেঘের আনাগোনা। সাতসকালেই দু’এক পশলা বৃষ্টিতে ভিজল মহানগর। বৃষ্টির জেরে গুমোট ভাব থেকে খানিকটা স্বস্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষার আগমন ঘটলেও এখনও পর্যন্ত ভারী বৃষ্টির দাক্ষিণ্য পায়নি কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলি। আপাতত তেমন সম্ভাবনার কথাও জানায়নি হাওয়া অফিস। আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না।
অন্য দিকে, নির্ধারিত সময়ের আগেই এ বার উত্তরবঙ্গে পা রেখেছিল বর্ষা। শুরু থেকেই উত্তরের জেলাগুলিতে বর্ষার ঝোড়ো ইনিংস চলছে। ক’দিনের বিরতি শেষে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।