State news

একধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল পারদ, হল ছিটেফোঁটা বৃষ্টিও

আগামী কয়েক দিন তাপমাত্রা এই ভাবেই ঊর্ধ্বমুখী থাকবে, সঙ্গে চলবে ছিটেফোঁটা বৃষ্টি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২০ ১০:৩৪
Share:

ছবি: শাটারস্টক।

বছরের দ্বিতীয় দিনেই এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে গেল পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সেই তাপমাত্রা তিন ডিগ্রি বেড়ে দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি)। আগামী কয়েক দিন তাপমাত্রা এই ভাবেই ঊর্ধ্বমুখী থাকবে, সঙ্গে চলবে ছিটেফোঁটা বৃষ্টি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্য এবং সিকিমের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তার পর ফের তাপমাত্রা নিম্নগামী হবে বলে জানিয়েছিল আলিপুর। পূর্বাভাস মতোই এ দিন সকালে দক্ষিণ এবং পশ্চিমের বিভিন্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হয়। সকাল থেকে ঠান্ডার প্রকোপ খুব একটা নেই, আকাশ মেঘলা হয়ে রয়েছে।

তবে পার্বত্য এলাকায় পর্যটকদের জন্য সুখবর রয়েছে। সপ্তাহের শেষে দার্জিলিং এবং সিকিমের বিভিন্ন জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

আরও পড়ুন: বর্ষবরণের রাতে দত্তপুকুরে বাড়ি ঢুকে ‘গণধর্ষণ’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement