ফাইল ছবি।
মধ্য চৈত্রেই আগুনে গরম সঙ্গী বঙ্গবাসীর। দোসর মেঘলা আকাশের প্যাচপেচে অস্বস্তি। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় এমনই থাকবে আবহাওয়া। আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মাটিতে অস্বস্তি বাড়বে মানুষের। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে পাঁচ দিন কলকাতার আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী দু’দিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ক্রমশ বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।