ঘূর্ণাবর্ত কাটিয়ে কালীপুজোয় হাসবে আকাশ। —নিজস্ব চিত্র।
ঘূর্ণাবর্ত সরছে মায়ানমারের দিকে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমবে, তবে আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবারের পর থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে। নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি না হলে কালীপুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ঝলমলে থাকবে আকাশ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘ-বৃষ্টির খেলা চলছে। সোমবারের মতো মঙ্গলবারও একই রকম মেঘ-বৃষ্টিপূর্ণ আবহাওয়া রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, হাওড়া এবং হুগলিতে।
এ ছাড়া দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এমনকি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হয়েছে। একই রকম আবহাওয়া থাকবে বুধবার। তার পরে আবহাওয়ার উন্নতি হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন: দীপাবলি আঁধারেই কাটাবে পদ্মপুকুর
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশকুমার দাস বলেন, “ঘূর্ণাবর্ত মায়ানমারের দিকে সরছে। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতির উন্নতি হবে। তবে নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই। কালীপুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।”
আরও পড়ুন: টিটাগড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু, বিক্ষোভে উত্তাল এলাকা
গত দু’দিন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। চিন্তায় পড়ে গিয়েছিলেন সকলে। কালীপুজোর সময় বৃষ্টি হবে না তো? রাতের আকাশ যদি কালো মেঘে ঢেকে থাকে, তা হলে আতশবাজির রোশনাই কী করে ফুটে উঠবে। আপতাত এমন আশঙ্কার কোনও সম্ভাবনাই নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর আগেই ঝলমল করবে আকাশ।