নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা। ছবি: সংগৃহীত।
ভোরের দিকে তাপমাত্রা কমলেও, রাজ্যে শীতের প্রবেশ ঘটেনি। এর মধ্যে ফের বৃষ্টির ভ্রুকূটি। চলতি সপ্তাহের শেষে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।
আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তা পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। পরবর্তী ক্ষেত্রে ওই নিম্নচাপটির অভিমুখ হতে পারে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে। ওই দুই রাজ্যে বৃষ্টির পাশাপাশি তার প্রভাব পড়বে এ রাজ্যেও। তবে আগামী তিন-চার দিন আকাশ পরিষ্কার থাকলেও, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
আলিপুর আবহাওয়া সূত্রে খবর, এ রাজ্যে শেষ পর্যন্ত কত পরিমাণ বৃষ্টি হবে বা আদৌ হবে কি না, তা অবশ্য নিম্নচাপের অভিমুখ এবং অবস্থানের উপরেই নির্ভর করবে। তবে এখনও পর্যন্ত যা গতিবিধি, তাতে এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত আবহাওয়া বিজ্ঞানীদের।
আরও পড়ুন: যাকে ধরেছিলেন, ধর্মতলার সেই ‘গুন্ডা’র পুজোতেই লালবাজারের গুন্ডাদমন কর্তারা
আরও পড়ুন: জোর করে বিজোড় নম্বরের গাড়ি নামিয়ে জরিমানা দিলেন বিজেপি সাংসদ, পেলেন ফুলের তোড়া
এ দিকে গত কয়েক দিন ধরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাও নিম্নগামী। আগামী কয়েক দিন এমনই আবহাওয়া থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও কম।