মেঘাচ্ছন্ন আকাশ। ফাইল ছবি।
কলকাতার আকাশ গত কয়েক দিন ধরেই রয়েছে মেঘে ঢাকা। মঙ্গলবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টা মেঘাচ্ছন্নই থাকবে মহানগরীর আকাশ। সেই সঙ্গে বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
তামিলনাড়ু উপকূলের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে গিয়েছে গত সপ্তাহের শেষের দিকে। তার জেরে প্রচুর জলীয় বাস্প ঢুকেছিল রাজ্যে। যার জেরে গত সপ্তাহের শেষ দিকে মেঘাচ্ছেন্ন আকাশ দক্ষিণবঙ্গে কমিয়েছিল শীত-শীত ভাব। ইতিমধ্যেই আন্দামান সাগরে অপর একটি নিম্নচাপ তৈরি হয়। যার জেরে গত দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম।
বৃষ্টির জেরে কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। যার জেরে শীত-শীত ভাব কিছুটা ফিরেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রাতে তাপমাত্রা আরও কমে বাড়তে পারে ঠান্ডা। মঙ্গলবার ভোরে বিভিন্ন জেলা ঢেকেছিল ঘন কুয়াশায়।