নিম্নচাপের কী প্রভাব বাংলায়? ফাইল ছবি।
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ২০ অক্টোবর, বৃহস্পতিবার নাগাদ তা নিম্নচাপে পরিণত হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, এটি পশ্চিম উত্তর-পশ্চিম অভিমুখে অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার অবস্থান করবে। পাশাপাশি শক্তি বৃদ্ধি করবে।
এই নিম্নচাপের কী প্রভাব বাংলায় পড়বে? এ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলছেন না আবহবিদরা। তাঁরা এখন বাতাসের গতিবিধির উপর সজাগ নজর রাখছেন।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতার আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সার্বিক ভাবে রাজ্যের কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই।