WBSSC Job Loss Protest

শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ক্ষণিকের অবস্থান চাকরিহারা ‘অযোগ্য’দের! সাক্ষাতের আশ্বাস পেয়ে উঠল ধর্না

স্কুল সার্ভিস কমিশনের ‘যোগ্য’ তালিকায় জায়গা না-পাওয়া শিক্ষকদের একাংশ শনিবার দুপুরে পৌঁছে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তাঁরা। কিন্তু ব্রাত্য তখন বাড়িতে না থাকায় বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েছিলেন ওই বিক্ষুব্ধ চাকরিহারারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৪:৪৬
Share:
শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিহারাদের।

শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিহারাদের। —নিজস্ব চিত্র।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবিতে তাঁর বাড়ির সামনে ক্ষণিকের জন্য ধর্নায় বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। স্কুল সার্ভিস কমিশনের ‘যোগ্য’ তালিকায় জায়গা না-পাওয়া শিক্ষকদের একাংশ শনিবার দুপুরে পৌঁছে যান শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তাঁরা। কিন্তু ব্রাত্য তখন বাড়িতে ছিলেন না। এর পরেই মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন ওই বিক্ষুব্ধ চাকরিহারারা। পরে পুলিশ মারফত মন্ত্রীর থেকে সাক্ষাতের আশ্বাস পেলে ব্রাত্যের বাড়ির সামনে থেকে অবস্থান তুলে নেন তাঁরা।

Advertisement

‘যোগ্য’ স্কুলশিক্ষকদের যে তালিকা এসএসসি তৈরি করেছে, সেই তালিকায় তাঁদের নাম নেই। বস্তুত, ওএমআর সংক্রান্ত সমস্যার কারণে একাংশের শিক্ষকেরা ‘যোগ্য’দের তালিকায় জায়গা পাননি। সে ক্ষেত্রে তাঁদের প্রশ্ন, ওএমআরে কারচুপির বিষয়টি এখন‌ও প্রমাণিত না-হওয়া সত্ত্বেও এসএসসি কী করে তাঁদের ‘অযোগ্য’ বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে? এই অবস্থায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান তাঁরা।

বিক্ষুব্ধ চাকরিহারারা যখন ব্রাত্যের বাড়ির সামনে পৌঁছোন, তখন শিক্ষামন্ত্রী বাড়িতে ছিলেন না। বাড়ির সামনে মোতায়েন থাকা পুলিশকর্মীরা সে কথা জানান চাকরিহারা শিক্ষকদের। পুলিশের তরফে বলা হয়, ‘অ্যাপয়েন্টমেন্ট’ ছাড়া শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করতে দেওয়া যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাবার্তা চলে তাঁদের। পরে ব্রাত্যের সঙ্গে দেখা করার দাবিতে তাঁরা মন্ত্রীর বাড়ির সামনেই অবস্থানে বসে যান।

Advertisement

যদিও কিছু ক্ষণ পরেই বাড়ির সামনে মোতায়েন থাকা পুলিশকর্মীদের মারফত মন্ত্রীর আশ্বাসবার্তা পান বিক্ষুব্ধরা। তাঁদের প্রথমে শিক্ষা সেলের নেতা বিজন সরকারের সঙ্গে দেখা করে একটি ডেপুটেশন জমা দেওয়ার কথা বলা হয়। তবে তাতে রাজি হননি চাকরিহারারা। শেষে মন্ত্রী জানান সোমবার তিনি তাঁদের সঙ্গে দেখা করবেন এবং সাক্ষাতের সময় পরে জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement