প্রতীকী ছবি।
২০১৯ সালের ক্লার্কশিপ পরীক্ষায় বাংলা ভাষার দক্ষতা যাচাইয়ে অনুত্তীর্ণ আট প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল এ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।
তালিকায় প্রকাশিত আট জন বাংলা বলতে, লিখতে এবং পড়তে পারার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে বাংলায় দক্ষতা যাচাইয়ের প্রয়োজন নেই।
এই পরীক্ষায় মোট প্রার্থীর সংখ্যা ছিল ৯,৬৯৩ জন। ৫ জানুয়ারির মধ্যে তাঁদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার বাংলা ভাষার দক্ষতা যাচাইয়ে অনুত্তীর্ণদের তালিকা প্রকাশ করে কমিশন।
প্রসঙ্গত, ১৯ জুন রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।