— ফাইল চিত্র।
গবাদি পশু নিয়ে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে, তা মানবে না পশ্চিমবঙ্গ সরকার। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গবাদি পশু হত্যায় নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে— সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা স্পষ্ট জানিয়েছেন। কোনও রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন্দ্রীয় সরকার একতরফা নিষেধাজ্ঞা জারি করেছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন মন্তব্য করেছেন।
সোমবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘আমরা এই বিজ্ঞপ্তি মানছি না, আমরা এটা মানতে বাধ্যও নই।’’ তিনি আরও বলেন, ‘‘গবাদি পশু হত্যার উপর কোনও রকম নিষেধাজ্ঞা জারি করার বিরুদ্ধে আমি। এটা অসাংবিধানিক। এর বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে যাব।’’ কেন্দ্রের এই নির্দেশকে যে আদালতেই চ্যালেঞ্জ জানানো হবে, সে ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন।
কেন্দ্রীয় সরকার ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বার বার আঘাত হানছে বলেও এ দিন অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। গবাদিপশু সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গের নিজস্ব আইন রয়েছে, তাই কেন্দ্র জোর করে রাজ্যের উপর কিছু চাপিয়ে দিতে পারে না। মন্তব্য তাঁর।