Road Tax

Road Tax: ৩১ জুলাই পর্যন্ত বাড়ল রাজ্যে পথ কর জমা দেওয়ার সময়সীমা

গত ২৮ ফেব্রুয়ারি যাঁদের গাড়ির পথ করের মেয়াদ ফুরিয়েছে, কোভিড পরিস্থিতির কারণে তাঁদের আরও ১৫ দিনের বর্ধিত সময় দিয়েছিল পরিবহণ দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১২:০০
Share:

প্রতীকী ছবি।

পথ কর জমে যাচ্ছে। কিন্তু দেওয়ার উপায় নেই গাড়িচালকদের। কেননা রাজ্যে কার্যত লকডাউনের জেরে আঞ্চলিক পরিবহণ দফতরের কার্যালয়গুলি বন্ধ রয়েছে। ফলে খুবই সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি যাঁদের গাড়ির পথ করের মেয়াদ ফুরিয়েছে, কোভিড পরিস্থিতির কারণে তাঁদের আরও ১৫ দিনের বর্ধিত সময় দিয়েছিল পরিবহণ দফতর। কিন্তু সেই বর্ধিত সময়ের সুবিধা তাঁরা নিতে পারেননি।

এই মুহূর্তে রাজ্যে কার্যত লকডাউন চলছে। রাজ্যের বিধিনিষেধে আঞ্চলিক পরিবহণ দফতরের কার্যালয়গুলিও বন্ধ রয়েছে। ফলে সেই বর্ধিত সময়ের সুযোগ পেয়েও পথ কর জমা দিতে পারেননি অনেকেই। এ বার তাঁদের সুবিধার্থেই পথ কর জমা দেওয়ার মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়াল পরিবহণ দফতর। ফলে আপাত স্বস্তি পেলেন গাড়ির মালিকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement