রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০ স্কাউট ছাত্র ছাত্রী অংশ নেয় ওই অনুষ্ঠানে। নিজস্ব চিত্র।
বিশ্বের বিভিন্ন প্রান্তের স্কাউট ছাত্র-ছাত্রীদের একে অপরের সঙ্গে পরিচয়ের সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ রেডিও ক্লাব।
১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান হয় গঙ্গানগরে। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০ স্কাউট ছাত্র ছাত্রী অংশ নেয় ওই অনুষ্ঠানে যার পোশাকি নাম জোটা (জামবুরি অন দ্য এয়ার)।
পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের অন্যতম কর্ণধার অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ‘জোটা’-র মূল লক্ষ্য হল পৃথিবার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা স্কাউটদের একে অপরের সঙ্গে পরিচয় করানো। তিনি জানান, ২০১৪ সালের জোটা-তে রেকর্ড সংখ্যক প্রায় ১৩ লাখ ছাত্রছাত্রী গোটা পৃথিবীতে অংশ নিয়েছিল।
গঙ্গানগরের ওই ক্যাম্পে বাকি পৃথিবীর স্কাউটদের সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল রেডিও। এখানে মূল সংগঠক পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সদস্যরা রেডিও-র মাধ্যমে এখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন অন্যান্য দেশের সঙ্গে।
তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে রেডিও ব্যবহার, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে রেডিও কীভাবে যোগাযোগে সাহায্য করে এবং রেডিও ক্লাবগুলি কেন ও কীভাবে কাজ করে তা ব্যখ্যা করা হয় স্কাউটদের কাছে।
আরও পড়ুন- এসএসকেএমে কুকুরের ডায়ালিসিস-কাণ্ডে সতর্কিত নির্মল-সহ তিন জন
আরও পড়ুন-নিষিদ্ধ বাজি ফাটালে ৫ বছর জেল, সতর্ক করল পর্ষদ, পুলিশকে ড্রোন ওড়ানোর পরামর্শ