arrest

Arrest: ২০ হাজার ইয়াবা ট্যাবলেট দিতে নাগাল্যান্ড থেকে মুর্শিদাবাদ! বহরমপুরে গ্রেফতার দুই মহিলা

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দুই মহিলা নাগাল্যান্ডের দিমাপুরের বাসিন্দা। অন্য ধৃত ব্যক্তি অবশ্য মুর্শিদাবাদে থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ২৩:৪১
Share:

—প্রতীকী চিত্র।

মাদক-পাচার সন্দেহে রাজ্যে গ্রেফতার নাগাল্যান্ডের দুই মহিলা। ওই দুই মহিলার সঙ্গে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ দল (এসটিএফ)। মুর্শিদাবাদ থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ইয়াবা ট্যাবলেট।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দুই মহিলা নাগাল্যান্ডের দিমাপুরের বাসিন্দা। অন্য ধৃত ব্যক্তি অবশ্য মুর্শিদাবাদে থাকেন। তাঁদের গ্রেফতার করা হয়েছে বহরমপুরের খাগড়াঘাট স্টেশনের কাছ থেকে। ধৃতদের থেকে উদ্ধার হওয়া ২০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে এসটিএফ।

Advertisement

ধৃত দুই মহিলা পুলিশকে জানিয়েছেন, ট্যাবলেট দিতেই নাগাল্যান্ড থেকে মুর্শিদাবাদে এসেছেন তাঁরা। বহরমপুরের এক ব্যক্তির হাতে ওই ট্যাবলেট তুলে দেওয়ার কথা ছিল তাঁদের। পুলিশের বক্তব্য, তিন জনকে গ্রেফতার করে বহরমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই দুই মহিলা কাকে ট্যাবলেট দিতে এসেছিলেন, তা খতিয়ে দেখা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement