সংসদে ডেঙ্গি নিয়ে তরজা

ডেঙ্গি খাতে রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় অর্থ অন্য খাতে খরচ করছে বলেও অভিযোগ করেন সুভাষবাবু। জবাবে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, অন্য রাজ্যের থেকে বঙ্গের পরিস্থিতি অনেক ভাল। রাজ্য সরকার ডেঙ্গি রুখতে তৎপর রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ০৪:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গি সমস্যা মেটাতে ব্যর্থ বলে লোকসভায় সরব হলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। রাজ্যে ডেঙ্গিতে ২৩ জন মারা গিয়েছেন বলে মঙ্গলবার স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই সূত্রে বিজেপি সাংসদ বলেন, ‘‘পঞ্চাশ হাজার লোক ডেঙ্গিতে আক্রান্ত। দেখে মনে হচ্ছে রাজ্য ডেঙ্গি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। কলকাতার শিশু হাসপাতালে ৮৫% রোগী ডেঙ্গিতে আক্রান্ত।
রাজ্যের উচিত কেন্দ্রের সাহায্য নেওয়া।’’

Advertisement

ডেঙ্গি খাতে রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় অর্থ অন্য খাতে খরচ করছে বলেও অভিযোগ করেন সুভাষবাবু। জবাবে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, অন্য রাজ্যের থেকে বঙ্গের পরিস্থিতি অনেক ভাল। রাজ্য সরকার ডেঙ্গি রুখতে তৎপর রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement