Blood Pressure Control

শরীরে প্যাচ পরে নিলেই মাপা যাবে একেবারে সঠিক রক্তচাপ! আর কী কী সুবিধা মিলবে নতুন যন্ত্রে?

অনেকেই বাড়িতে রক্তচাপ মাপার যন্ত্র কিনে রাখেন। তবে তা যথাযথ পদ্ধতি মেনে ব্যবহার করা হচ্ছে কি না, তার উপর নির্ভর করবে কতটা নির্ভুল মান দেখাবে যন্ত্র। রোগীদের এই মুশকিল আসান করতে বাজারে আসতে চলেছে রক্তচাপ পরিমাপ করার প্যাচ, যার আয়তন হবে একটি ডাকটিকিটের সমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৬:২৮
Share:

ডাকটিকিটের আকারের যন্ত্র দেবে নির্ভুল পাঠ। ছবি: শাটারস্টক।

উচ্চ রক্তচাপের হাত ধরে এমন কিছু কঠিন রোগ মুখোমুখি এসে দাঁড়াতে পারে, যার সঙ্গে লড়াই বেশ কঠিন হয়ে যায়। তাই রক্তচাপ বাড়লে সাবধানে থাকা জরুরি। নিয়মিত ওষুধ খাওয়া থেকে রক্তচাপ মাপা— প্রতিটি কাজ মনে রেখে করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বিতীয়টি একেবারেই বাধ্যতামূলক। অনেকেই বাড়িতে রক্তচাপ মাপার যন্ত্র কিনে রাখেন। তবে তা যথাযথ পদ্ধতি মেনে ব্যবহার করা হচ্ছে কি না, তার উপর নির্ভর করে কতটা নির্ভুল মান দেখাবে যন্ত্র। তবে রোগীদের এই মুশকিল আসান করতে বাজারে আসতে চলেছে রক্তচাপ পরিমাপ করার প্যাচ, যার আয়তন হবে একটি ডাকটিকিটের সমান। এই স্ট্যাম্পের আকারের প্যাচটি শরীরের সঙ্গে লাগানো থাকবে, এবং রোগীর প্রতিনিয়ত রক্তচাপের ওঠানামার হিসাব রাখবে।

Advertisement

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই আলট্রাসাউন্ড প্যাচটি আবিষ্কার করেছেন। ১০০ জনেরও বেশি রোগীর ক্ষেত্রে এটি সঠিক ফলাফল দিয়েছে। ইউসি সান দিয়েগো জ্যাকবস স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং গবেষণাপত্রের অন্যতম লেখক শেং জু বলেন, ‘‘আল্ট্রাসাউন্ড প্রযুক্তিকে পরিধানযোগ্য করার মাধ্যমে, আমরা অনেক অন্যান্য সঙ্কেত, জৈবিক ঘটনা এবং ক্রিয়াকলাপকে শরীরে ভিতর কোনও যন্ত্র না প্রবেশ করিয়েই পরিমাপ করতে পারি। হৃদ্‌রোগ কিংবা ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন, এমন রোগীদের উপর সারা দিন পর্যবেক্ষণ করে তবেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে।’’

বিজ্ঞানীরা জানিয়েছেন, নরম এবং প্রসারণযোগ্য প্যাচটি ত্বকের সঙ্গে লেগে থাকে। এটি মূলত বাহুতে পরা হয়। এর ভিতরের ক্ষুদ্র ট্রান্সডুসারগুলি আল্ট্রাসাউন্ড তরঙ্গ পাঠায় এবং গ্রহণ করে যা রক্তনালিগুলির ব্যাসের পরিবর্তনসমূহকে ট্র্যাক করে সর্ব ক্ষণ এবং তার পরেই রক্তচাপের নির্ভুল মান পাওয়া যায়। বিজ্ঞানীরা দাবি করছেন, এই প্যাচ রোগীর রক্তচাপের একেবারে সঠিক পরিমাপ দিতে সক্ষম। বাজারে এখনও পর্যন্ত রক্তচাপ মাপার যে সব যন্ত্র পাওয়া যায়, সেগুলি একেবারে সঠিক পরিমাপ দিতে পারে না, সে ক্ষেত্রে এই প্যাচের আবিষ্কার রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়ক হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement