Visva Bharati University

প্রাক্তনীদের অর্থ জোগাড় করতে বলল বিশ্বভারতী

প্রায় পৌনে দু’ঘণ্টার দীর্ঘ বৈঠকের শেষে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে প্রাক্তনীদের হাতে ১৪ দফা আবেদনপত্র তুলে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০৪:৪৭
Share:

বিশ্বভারতী। ছবি সংগৃহীত।

বিভিন্ন খাতে মোট ১ কোটি ৩৫ লক্ষ টাকা জোগাড় করে দেওয়ার জন্য প্রাক্তনীদের কাছে আবেদন জানাল বিশ্বভারতী। বুধবার বিকেলে বিশ্বভারতীর বর্তমান বিভিন্ন সমস্যা ও ‘প্রতিকূল’ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন প্রাক্তনীদের পাঁচ জন প্রতিনিধি। প্রায় পৌনে দু’ঘণ্টার দীর্ঘ বৈঠকের শেষে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে প্রাক্তনীদের হাতে ১৪ দফা আবেদনপত্র তুলে দেওয়া হয়। যার মধ্যে অধিকাংশ দাবিই কার্যত ‘অবাস্তব’ বলে জানিয়েছেন উপস্থিত প্রতিনিধিরা। এ ছাড়াও ‘বেআইনি’ ভাবে দখল করা জমি পুনরুদ্ধার এবং শান্তিদেব ঘোষের বাড়ি প্রাক্তনীদের তরফ থেকে বিশ্বভারতীকে দানের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।

Advertisement

সেই বৈঠকেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানিয়ে দেন, হাজার সমালোচনা হলেও বিশ্বভারতীর স্বার্থে ‘ভাল’ কাজ তিনি চালিয়ে যাবেন। সূত্রের খবর, প্রাক্তনীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘‘ভাল কাজ করতে গেলে বহু গালিগালাজ খেতে হয়, তাতে আমি ভয় পাই না। কেন্দ্রীয় মন্ত্রক থেকে যেমন নির্দেশ আসবে, সেই অনুযায়ীই আমি কাজ করছি এবং করবও।’’ বৈঠকে উপস্থিত বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র কুন্তল রুদ্র বলেন, “উপাচার্য আগাগোড়া অনমনীয় মনোভাব প্রকাশ করেছেন। এবং একতরফা নিজেরই বক্তব্য প্রকাশ করেছেন। তিনি আলোচনায় আগ্রহী হলেও সমাধানে নন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement