বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ভার্চুয়াল আদালত বা ই-কোর্ট
শহরের চারটি ট্র্যাফিক গার্ডকে নিয়ে ব্যাঙ্কশাল আদালতে পরীক্ষামূলক ভাবে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ভার্চুয়াল আদালত বা ই-কোর্ট। ভার্চুয়াল আদালতে ট্র্যাফিক সংক্রান্ত মামলার শুনানি প্রক্রিয়া শুরুর ব্যাপারে কলকাতা ট্র্যাফিক পুলিশকে আগে থেকেই তৈরি থাকতে বলা হয়েছিল। মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হল, বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে সেই প্রক্রিয়া। যে চারটি ট্র্যাফিক গার্ড নিয়ে ভার্চুয়াল শুনানির প্রক্রিয়া শুরু হচ্ছে, সেগুলি হল— হেড কোয়ার্টার্স, জোড়াবাগান, হাওড়া ব্রিজ, সাউথ।
ভার্চুয়াল আদালত চালু হলে অ্যাপের মাধ্যমে ট্র্যাফিকের বিভিন্ন মামলার জরিমানা জমা দিতে পারবেন ট্র্যাফিক আইনভঙ্গকারীরা। কিন্তু কী ভাবে চলবে গোটা প্রক্রিয়া? ট্র্যাফিক আইন ভাঙার পরে সার্জেন্টের কাছে থাকা এনআইসি ই-চালান থেকে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জরিমানা সংক্রান্ত একটি লিঙ্ক পৌঁছে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেই জরিমানা এবং মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। ভার্চুয়াল আদালতেরও একটি লিঙ্ক থাকবে। শুনানির দিন কবে এবং কী ভাবে জরিমানা দেওয়া যাবে, সেই সব তথ্যই পাওয়া যাবে সেখানে। আইনভঙ্গকারী চাইলে ভার্চুয়াল শুনানিতে অংশও নিতে পারবেন।
কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমানে সমস্ত ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মী ও আধিকারিকরা কলকাতা পুলিশের কেপিটি চালানেই ট্র্যাফিক আইনভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করছেন। যত দিন না এনআইসি ই-চালান গোটা শহরে চালু হচ্ছে, তত দিন কেপিটি চালান চালু থাকবে।