Vigyan Mancha

‘জলাভূমি দিবসে’ ডাক শহরে জলাভূমি রক্ষার

বিজ্ঞান মঞ্চের তরফে এ দিনের কর্মসূচিতে ছিলেন সৌরভ চক্রবর্তী, তপন সাহা, শ্যামল চক্রবর্তী প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ০৮:৪০
Share:

জলাভূমি বাঁচানোর ডাক দিয়ে পদযাত্রা। ‘জলাভূমি দিবসে’। — নিজস্ব চিত্র।

পূর্ব কলকাতার জলাভূমি রক্ষার ডাক দিয়ে পদযাত্রা করলেন পরিবেশ-কর্মীরা। ‘জলাভূমি দিবস’ উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিধাননগর কেন্দ্র এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিবেশ উপসমিতির নেতৃত্বে জমায়েত ও পদযাত্রায় চিংড়িঘাটায় এলাকাবাসী, বিজ্ঞানকর্মী এবং বিশিষ্ট নাগরিকদের একাংশ জড়ো হয়েছিলেন। কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ মহাপাত্র। শান্তিনগর, বাসন্তী কলোনি, ত্রিনাথপল্লিতে পদযাত্রাও করা হয়। পূর্ব কলকাতা জলাভূমির সঙ্কোচন, অবৈধ নির্মাণ, জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে ওই কর্মসূচি থেকে। প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। প্রসঙ্গত, জলাভূমি সঙ্কোচন বিষয়ে এখনও পর্যন্ত কয়েকশো অভিযোগ জমা পড়েছে। বিজ্ঞান মঞ্চের তরফে এ দিনের কর্মসূচিতে ছিলেন সৌরভ চক্রবর্তী, তপন সাহা, শ্যামল চক্রবর্তী প্রমুখ। এর আগে নলবন চত্বরে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ তুলে এমনই কর্মসূচি নেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement